মানুষ সুখে হাসে দু:খে কাঁদে।অনেকে আছেন সব সময় হাসি মুকে থাকেন, অনেকে আবার গোমড়া মুখো।তবে বেশিরবাগ মানুষ হাসি খুশি মানুষকে পছন্দ করে।হাসি সুখের প্রতীক বা বহি:প্রকাশ।তবে শুদু যে সুখেই হাসতে হবে এমন না। আপন
হাসি মুখে থাকতেই পারেন।যদি দু:খে ও থাকেন তবে কোন না কোনভাবে, অকারণে ও হাসতে পারেন।কারণ আপনি যদি হাসেন তবে আপনার মানসিক চাপ কমে যাবে, দীর্ঘদিন সুস্থ্য থাকবেন।দিনে কমপক্ষে ১৫ মিনিট মন খুলে হাস উচিত।


হাসার উপকারীতা কি কি?
১। হাসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
২। হাসলে শরীরের ইউমিন সিস্টেম মানে রোগ প্রতিরোধ আরো উন্নত হতে ফলে অিনেক common diseases হওয়ার সম্ভাবনা থাকে না।
৩। হাসলে শরীরের রক্তসঞ্চালন কয়েকগুণ বৃদ্ধি পায়।
৪। হাসলে ক্যালরী ক্ষয় হয়।আমরা ক্যালরী ক্ষয়ের জন্য অনেক কিছু করি। কিন্তু মাত্র  ১৫ মিনিটের প্রাণখোলা হাসি আপনার ক্যালরী ২০-৪০ কামতে সাহায্য করে।
৫। হাসিতে মানসিক চাপ কমে এবং অত্মবিশ্বাস দৃঢ় হয়।

অপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত যে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন।আর নিয়মিত ভিজিট করুন ডক্টর ২৪ এবং জানুন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য।